meghna
saudiarabiasal-nassrwelcomeCR-7

সৌদি ক্লাব আল-নাসের নিজেদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, শুধুমাত্র খেলোয়াড় হিসেবে ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে গাঁটছড়া বেধেছে সৌদি আরবিয়ান ক্লাবটি। এর বাইরে কোনো শর্ত নেই চুক্তিতে। রোনালদোর সঙ্গে তাদের এ ধরণের কোনো চুক্তি নেই।

meghna

দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চুক্তি অনুযায়ী বছরে প্রায় ২২০০ কোটি টাকা পাবেন তিনি। খেলার পাশাপাশি সিআর সেভেন সৌদি আরবের ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পক্ষে কাজ করবেন বলেও শোনা গিয়েছিল।

আল-নাসের নিজেদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, রোনালদোর সঙ্গে তাদের এ ধরণের কোনো চুক্তি নেই। শুধুমাত্র খেলোয়াড় হিসেবে ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে গাঁটছড়া বেধেছে সৌদি আরবিয়ান ক্লাবটি। এর বাইরে কোনো শর্ত নেই চুক্তিতে।

মিশর এবং গ্রিসকে সাথে নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। এজন্য ফিফার কাছে আবেদন জানাবে তারা। রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ার আগে শোনা গিয়েছিল, মোট সাত বছরের চুক্তি হচ্ছে দুই পক্ষের মধ্যে।

যেখানে রোনালদো ২০২৫ পর্যন্ত খেলবেন আল-নাসেরে হয়ে। বাকি সময়টা তিনি সৌদি আরবের প্রতিনিধি হিসেবে কাজ করবেন ২০৩০ বিশ্বকাপ আয়োজন করার উদ্দেশ্যে। কিন্তু এমন গুঞ্জন অস্বীকার করেছে আল-নাসের কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে শুধুমাত্র আল-নাসেরের সঙ্গেই ২০২৫ পর্যন্ত খেলার চুক্তি আছে রোনালদোর, এর বাইরে আর কোনো বিশেষ শর্ত নেই, 'ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আল-নাসেরের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। সৌদি আরবের প্রতিনিধি হিসেবে তার কাজ করার খবরটি সত্যি নয়।' টুইটারে জানায় আল-নাসের।  

যদিও আল-নাসেরের টুইটে বলা হয়নি সৌদি আরবের ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার ক্ষেত্রে রোনালদো কোনোভাবে কাজ করবেন কিনা। সেখানে শুধু বলা হয়েছে, ক্লাবের সঙ্গে হওয়া চুক্তিপত্রে এই ধরণের শর্ত নেই ।

আগামী ২২ জানুয়ারি সৌদি প্রো লিগে ইতিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের জার্সিতে অভিষেক হবে রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন এভারটনের এক প্রতিবন্ধী সমর্থকের ফোন ভেঙে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সেটি কাটিয়ে ক্লাব ফুটবলে নতুন পথচলা শুরু হবে রোনাল্ডোর।

 

এম/এস

meghna

আরও পড়ুন


meghna