meghna
WhatsApp-Image-2022-12-08-at-14-17-32

দেশের অন্যতম শীর্ষ বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান ‘মেঘনা স্টার কেবলস এন্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লিমিটেড’ এর ১৮তম বিক্রয় কেন্দ্র গাজীপুর চৌরাস্তায় উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেবপুর কোনাবাড়ী মৌচাক ও গাজীপুর চৌরাস্তার বিশিষ্ট ব্যবসায়ীগণ।

meghna
WhatsApp-Image-2022-12-08-at-14-17-37

উপস্থিত ব্যবসায়ীরা গাজীপুর চৌরাস্তা মেঘনা স্টার কেবলসের বিক্রয় কেন্দ্র উদ্বোধনে আনন্দ প্রকাশ করেন ও শুভেচ্ছা জানান। আশ্বাস প্রদান করেন। ‘মেঘনা স্টার কেবলস এন্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লিমিটেড’ এর নির্বাহী পরিচালক জনাব এ টি এম মিজানুর রহমান এর উপস্থিতিতে বেলা ১২:৩০ ঘটিকায় উদ্বোধন করা হয়।

 

 

নির্বাহী পরিচালক ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দ্রুত পণ্য সরবরাহ এবং ব্যবসায়ীদের সহযোগিতার জন এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হলো। গুণগত মান অক্ষুণ্ণ রেখে আমরা পণ্য  সরবরাহ করছি এবং অকুণ্ঠ সমর্থণ কামনা করছি।

Capture1

‘আল-মোস্তফা গ্রুপ’ এর সহযোগী প্রতিষ্ঠান ‘মেঘনা স্টার কেবলস এন্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লিমিটেড’ ( PWD, PDB, DUET, BUET, CPRI ) কতৃক পরীক্ষিত ও অনুমোদিত তাই এই কেবলস বাড়ী-ঘর, কলকারখানা, বাণিজ্যিক ভবন এ ব্যবহার করা যায়।

WhatsApp-Image-2022-12-08-at-14-17-35

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘মেঘনা স্টার ক্যাবলস’ এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব আকতারুজ্জামান, উত্তরা শো-রুমের ম্যানেজার সুলাইমান কবির ফারুক, গাজীপুর এর ম্যানেজার আলিম হোসেন।

উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

meghna

আরও পড়ুন


meghna