meghna
28-7

রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে গণধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন, সোহেল বেপারী (৩৮), রানা বেপারী (৩২) ও আক্তার আলী (৩৮)।

meghna

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেকের ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস কারাভোগ করতে হবে। এছাড়া আরেক আসামি সজলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরে বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০ দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় ‘নক’ করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে বাসার দরজা লাগিয়ে গণধর্ষণ করেন।

ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে কদমতলী ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।

meghna

আরও পড়ুন


meghna