meghna
-------news24bd-net-jpg-1

দেশের খ্যাতনামা বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারি প্রতিষ্ঠান মেঘনা স্টার কেবলস্ এন্ড ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স লিমিটেডের বিভাগীয় শহর ময়মনসিংহে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

meghna

রবিবার (২৬ জুন) বিভাগীয় শহর ময়মনসিংহের ২০, টি এন রায় সড়ক,আমলা পাড়ায় প্রতিষ্ঠানটির ত্রয়োদশতম শাখার শুভ উদ্বোধন করা হয়। এ সময়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ শাখার উদ্বোধন করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। 

-------news24bd-net

এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা স্টার কেবলস্ এন্ড ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স লিমিটেডের অন্যতম ডিরেক্টর রাশেদা কামাল। আরো উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুনতাসির কামাল সানজিদ, ডিরেক্টর মুকতাদির কামাল সাজিদ, এক্সিকিউটিভ ডিরেক্টর এটিএম মিজানুর রহমান,উপ- মহাব্যবস্থাপক আক্তারুজ্জামান,সহ ব্যবস্থাপক ফাহিম আদনান,শাখা ব্যবস্থাপক ইউনুসুর রহমান ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর রাশেদা কামালের ভাগ্নে সিয়াম মান্নান সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

mehgna-star-cables-maymansing-branch

প্রধান অতিথির বক্তব্যে মেঘনা স্টার কেবলস্ এন্ড ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স লিমিটেডের অন্যতম ডিরেক্টর রাশেদা কামাল বলেন, আজকে দেশের অন্যতম নগরী ময়মনসিংহে আমাদের আরো একটি শাখার উদ্বোধন করা হয়েছে। এতে এ অঞ্চলের ক্রেতারা সহজেই আমাদের পণ্য কিনতে পারবেন। আমাদের আন্তর্জাতিক মান সম্পন্ন মেঘনা স্টার কেবলস্ পণ্য আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকবে। তিনি বলেন,মেঘনা স্টার কেবলস্ এর সকল পণ্যই গুনগত মান সম্পন্ন। আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা উন্নত মানের পণ্য উৎপাদন করছি। তিনি, মেঘনা স্টার কেবলস্  এর উৎপাদিত পণ্যের বিক্রয় বাড়াতে সকলের সহযোগিতা কামনা করেন। আগামী দিনগুলোতে মেঘনা স্টার কেবলস্ আরো পণ্য বাজারে আনার প্রতিশ্রুতি দেন।

meghna-star-cables

 

 


এম/এস

 

51a14e22-caff-4c51-910c-8140e053c1e4

meghna

আরও পড়ুন


meghna