নাটোরে আ'লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- নাটোর প্রতিনিধি
- ২৩ জুন ২০২২, ০৪:৪৯ পিএম

নাটোরে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে নাটোর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন- নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরি জলি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহিন । এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
