meghna
FBIMG1655819293279

জামালপুর জেলার যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি কমতে শুরু করেছে। পূর্বের তুলনায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ।

meghna

জামালপুরের নদ নদী গুলোতে পানি কমলেও জনদুর্ভোগ কমেনি। লক্ষাধিক মানুষ এখনও পানি বন্দি। ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্যার পানিতে ১৭১৮ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে ২৫ হেক্টর আমন বীজতলা, ২১৫ হেক্টর জমির আউশ ধান, ১৩২৬ হেক্টর পাট, ১২২ হেক্টর জমির শাকসবজি ও ৩০ হেক্টর জমির মরিচ পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও সদর উপজেলার বন্যাকবলিতদের জন্য মোট ৩৫০ মেট্রিক টন চাল, নগদ ৭ লাখ টাকা এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ ও বিতরণ অব্যাহত রয়েছে।

meghna

আরও পড়ুন


meghna