নাটোরে টিসিবি'র পণ্য সামগ্রী বিক্রি শুরু
- নাটোর প্রতিনিধি
- ২২ জুন ২০২২, ০৫:৫৬ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরে নিম্নআয়ের পরিবারের কাছে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার(২২জুন) সকাল ১০ টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে এই পণ্য বিক্রির উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ।
উল্লেখ্য প্রতি পরিবারের মাঝে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাউল, ১ কেজি চিনিসহ মোট ৪০৫ টাকার পণ্য বিক্রি করা হয়।
