গাইবান্ধায় র্যাবের পৃথক দুই অভিযানে মাদক সহ ২ ব্যবসায়ী গ্রেফতার
- গাইবান্ধা সংবাদদাতা
- ২২ জুন ২০২২, ০৪:৩৪ পিএম

গাইবান্ধায় র্যাবের পৃথক দুই অঅিযানে ১৫ শ ১৫ পিচ ইয়াবা ও সাড়ে ৯ গ্রাম হেরইন সহ দুই মাদক ব্যাবসাহীকে গ্রেফতার করেছে র্যাব।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল শহরের পলাশপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ২৫ পিচ ইয়াবা ও সাড়ে ৯ গ্রাম হেরোইন সহ ওয়াসীম মিয়াকে গ্রেফতার করে।ওয়াসীম শহরের পলাশপাড়া এলাকার মৃত রফিজ মিয়ার ছেলে।
অপরদিকে র্যার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৯০ পিচ ইয়াবা সহ রুকন মিয়াকে গ্রেফতার করে।রোকন পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত রফিক উদ-দৌলার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ওয়াসীম ও রোকন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সাথে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানান র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক মুহাম্মদ বশির আহম্মেদ।
এ ঘটনায় গ্রেফকৃতদের বিরুদ্ধে ফুলছরি ও গাইবান্ধা সদর থানায় র্যাব বাদী হয়ে পৃথক দুটি মাদক মামলা করে।
