মেঘনা স্টার কেবলস্ এর শায়েস্তাগঞ্জ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
- নিউজ ২৪ ডেস্ক
- ১৩ জুন ২০২২, ০৭:৪৫ পিএম

দেশের খ্যাতনামা বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারি প্রতিষ্ঠান মেঘনা স্টার কেবলস্ এন্ড ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স লিমিটেডের শায়েস্তাগঞ্জ বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ জুন) শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের সাহার কমপ্লেক্সে এ শাখার উদ্বোধন করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা স্টার কেবলস্ এন্ড ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুনতাসির কামাল সানজিদ।

প্রধান অতিথির বক্তব্যে মেঘনা স্টার কেবলস্ এন্ড ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স লিমিটেডের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মুনতাসির কামাল সানজিদ বলেন, মেঘনা স্টার কেবলস্ এর সকল পণ্যই গুনগত মান সম্পন্ন। আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা উন্নত মানের পণ্য উৎপাদন করছি। তিনি, মেঘনা স্টার কেবলস্ এর উৎপাদিত পণ্যের বিক্রয় বাড়াতে সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, পরিচালক (টেকনিক্যাল) কর্ণেল (অবঃ) এ,কে,এম,ইসহাক ,নির্বাহী পরিচালক সেলস্ এন্ড মার্কেটিং এ,টি,এম মিজানুর রহমান, এসিসটেন্ট জেনারেল ম্যানেজার এজিএম ফাহিম আদনান। এসময় স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিরাও উপস্থিত ছিলেন।

এম/এস
