meghna
xiaomi

স্মার্টফোন না থাকায় ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেননি নিপুণ বিশ্বাস নামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তে ভর্তিচ্ছুক এক শিক্ষার্থী। এতে মাত্র কয়েক মিনিটের জন্য নিপুণ যবিপ্রবি তে ভর্তি হতে ব্যর্থ হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। এ ঘটনা নেটিজেনদের বেশ নাড়া দেয়। 

meghna

স্মার্টফোন না থাকায় নিপুণের ভর্তি সংক্রান্ত জটিলতার বিষয়টি দৃষ্টিগোচর হয় চিনের বিশ্ব বিখ্যাত স্মার্টফোন ডিভাইস প্রস্তুতকারি প্রতিষ্ঠান শাওমির
 বাংলাদেশের প্রতিনিধি "শাওমি বাংলাদেশ"র। বুধবার (২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিপুনকে একটি স্মার্টফোন উপহার দেয়া হয়েছে।

নিপুণকে শুভ কামনা জানিয়েছে স্মার্টফোন কোম্পানি "শাওমি বাংলাদেশ"। ভবিষ্যতে তিনি যেন এ ধরণের জটিলতা এড়াতে পারেন তার জন্য "শাওমি বাংলাদেশ" নিপুনকে উপহার হিসেবে একটি স্মার্টফোন দিয়েছে। নিপুণের হাতে এ ফোনটি তুলে দেন শাওমি বাংলাদেশের খুলনা বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ুন কবির। 

রবিবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনে তৃতীয় ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুসারে সোমবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে বলা হয়।

কিন্তু স্মার্টফোন না থাকায় ওয়েবসাইটের নোটিশ সময় মতো জানতে পারেননি ওই শিক্ষার্থী।ফলে যবিতে পৌঁছাতে ১২ টা ৮ মিনিট বেজে যাওয়ায় ভর্তি হতে পারেননি তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী নিপুণ বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘রবিবার বিকালে ওয়েবসাইটের নোটিশে তৃতীয় ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমার কোনো স্মার্টফোন নেই যার কারণে আমি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারিনি।’

স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. তানভীর ইসলাম বলেন, বিজ্ঞপ্তিতে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হওয়ার কথা বলা হলেও আমরা বেলা ১২টা পর্যন্ত অপেক্ষা করেছি। বেলা ১২টা ১ মিনিটে একজন শিক্ষার্থীকে হাজির পেয়েছি। তাকে ভর্তি করে নিয়েছি। ওই শিক্ষার্থী (নিপুণ) বেলা দেড়টার দিকে হাজির হয়েছে। তখন আর তাকে ভর্তি করার সুযোগ ছিল না।

যথাসময়ে উপস্থিত হতে না পারলেও মানবিক দিক ও নিপুণের পারিবারিক অবস্থা বিবেচনা  বিশ্বিবদ্যালয়ের আইনে উপাচার্যের ওপর অর্পিত ক্ষমতা একটি আসন বৃদ্ধি করে তাকে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে জটিলতা কাটিয়ে নিপুণ বিশ্বাস অবশেষে যবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে শুভ কামনা জানিয়েছে "শাওমি বাংলাদেশ"।

এস/এস

meghna

আরও পড়ুন


meghna