শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
- নিউজ ২৪ ডেস্ক
- ০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৩ পিএম

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ। ফেব্রুয়ারি একদিকে শোকের মাস অন্যদিকে বাঙালি জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে নামে এদেশের সর্বস্তরের মানুষ।সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন এ আন্দোলনে।তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের মাতৃভাষা।
বাঙালি পৃথিবীর একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য জীবন দিয়েছে।পুরো মাস জুড়ে বাঙালি শ্রদ্ধা ভরে স্মরণ করবে ভাষা শহীদদের।
আজকের দিনে
১৯৫২ সালের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন পল্টন ময়দানে ঘোষণা দেন ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু।’এর প্রতিবাদে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন (১ ফেব্রুয়ারি) থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন এবং মেডিকেল কলেজের হোস্টেল ব্যারাকগুলোতে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়েন। নতুন করে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, আহ্বায়ক নির্বাচিত হন আবদুল মতিন।
এস/এস
